সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পাড়ার দাদু

পাড়ার দাদু
রফিক উদ্দিন লস্কর 

সাইকেল চড়ে পাড়ার দাদু বাজারেতে যায়,
হঠাৎ মাঝপথে পড়ে গিয়ে ভারী ব্যথা পায়!
বলেন, রাস্তায় ছিল না'কি ইয়া বড়ো ভূত!
সাইকেল চালাতে নেই তাঁর ভুল এক সুত।
কলা খেয়ে খোসা ফেলে রাস্তাতে এক ছোঁড়া,
আর তাতে গিয়ে পিছলিয়ে কুপোকাত বুড়া!
বাচ্চারা হেসে বলে, দাদু এই ভূত কলা খায়”
তাই কলা খেয়ে ঝাপটে ধরে তোমার পাছায়।
দাদু বলেন তোমরা কিছু বোঝো নারে ভাই!
তোমরা খেলাও মজা করো আমি তবে যাই।
দৌঁড়ে এসে দাদি বলেন, চলো এবার বাসায়,
আর দাদু হাঁটেন ধীরে ধীরে ব্যথা ভরা পায়।

রচনাকাল: ২৮ জুলাই ২০২৫ইং, ২৩:২৮মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...