মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

দাদু বনাম মশা

 দাদু বনাম মশা
রফিক উদ্দিন লস্কর 
দাদু রাতের বেলা ঘুমোতে গিয়ে 
যুদ্ধ করলেন  শুরু,
তার কানের ধারে কয়েক মশা
করছে গুরু গুরু!

মশার কয়েল, ব্যাট, আর নেট 
লাগিয়ে দিলো নাতি,
আজ মশা বলে দীর্ঘ রাতের 
দাদু আমার সাথী।  

নাতনি বলে এবার  ঘুমাও
হলো অনেক বেলা,
দাদু বলেন ঐ সামনে দেখ 
শত্রু আমার মেলা।

শেষমেষ মশা জিতেই গেল, 
কামড় দিয়ে নাকে,
দাদু বলেন, আমার নাকটা গেল
ঘুম কি আর থাকে?

রচনাকাল: ২৯জুলাই ২০২৫ ইং, ১৪:৩১ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর  আমি কাল হলে হতে পারি, হয়তো  কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু  দুটি হৃদয় আকাশপাত...