বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী
রফিক উদ্দিন লস্কর 
আমি কাল হলে হতে পারি, হয়তো 
কারো গল্প কিংবা হাসির খোরাক,
অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু 
দুটি হৃদয় আকাশপাতাল ফারাক। 

প্রতিটি খবরেরকাগজে বড়ো হরফে 
শিরোনাম দখল করে নেবে খবর, 
সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হবে 
সুনামিতে বিধ্বস্ত ভালোবাসার ঘর।

রচনাকাল: ৩০ জুলাই ২০২৫ ইং, ২০:০৫ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...