বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী
রফিক উদ্দিন লস্কর 
আমি কাল হলে হতে পারি, হয়তো 
কারো গল্প কিংবা হাসির খোরাক,
অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু 
দুটি হৃদয় আকাশপাতাল ফারাক। 

প্রতিটি খবরেরকাগজে বড়ো হরফে 
শিরোনাম দখল করে নেবে খবর, 
সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হবে 
সুনামিতে বিধ্বস্ত ভালোবাসার ঘর।

রচনাকাল: ৩০ জুলাই ২০২৫ ইং, ২০:০৫ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...