বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জন্মদিনে চাওয়া

জন্মদিনে চাওয়া
রফিক উদ্দিন লস্কর 
শুভ জন্মদিন, ওদের আজ শুভ জন্মদিন,
আমাদের জোড়া মানিক আবির ও তুহিন। 
তিন বছর পার করে, চার বছরে পদার্পণ,
ওরা বাবা মায়ের ছায়া সাথী আছে সর্বক্ষণ। 
ফুলের মতো নরম মনে খুশির হাওয়া বয়,
স্নেহের পরশ পেতে ওরা প্রতীক্ষাতে রয়।
খোদার কাছে সবসময় ওদের ভালো চাই,
সৎ পথে জীবনের হোক ধরার মাঝে ঠাঁই। 
ওদের হাসি ঘরের বাতি তিন বছর ধরে,
দুই ভাইয়ের চলাফেরা দেখি হৃদয় ভরে।
দুইদিনের এই দুনিয়াতে কোনো ভরসা নাই,
ওদের সুস্থসবল দীর্ঘায়ু খোদার কাছে চাই।

রচনাকাল: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং, ২৩:৩০ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।। 






কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...