সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মনের কথা

                  মনের কথা
    ।।     রফিক উদ্দিন লস্কর    ।। 
নির্জন পথে একাকী হেঁটে হেঁটে যাই,
যেখানে মন ও নীরবতার বন্ধন পাই।
ভাবনার আড়ালে গোপন স্বপ্ন লুকায়,
আর নিঃশব্দ ভাষা হৃদয় খুঁজে পায়।
চোখের জল শুকায় রাতের অন্ধকারে,
আশার প্রদীপ জ্বলে নিঃশব্দের দ্বারে।
একাকী পথে হেঁটে যাই দূর নির্জনে,
অতীতের ছায়া তাই ডাকে প্রাণপণে।
অচেনা যন্ত্রণা হরহামেশা জড়ায় প্রাণ,
বুকের ভেতর বাজে নীরবতার গান।
সবাই দেখে শুধু বাহিরে হাসির রূপ,
ঘুরপাক খেয়ে আড়ালের ব্যথা নিশ্চুপ।
ভাবনার আড়ালে কতশত শূন্যতা রয়,
তবুও ব্যথাতে খুঁজে পাই জীবনের জয়।

রচনাকাল: ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং,১৯:৫৭মি. সাহাবাদ-হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...