. একদিন এমন হবে
।। রফিক উদ্দিন লস্কর ।।
একদিন সবকিছু বদলে যাবে
এই পৃথিবীরও নিজস্ব বরন,
পাখির ডাকে ভাঙবেনা ঘুম
হৃদয় থেকে হবে রক্তক্ষরণ।
মানুষ মানুষে থাকবেনা ভাব
লোভ হিংসায় থাকবে সব,
অমানুষের মাঝে সুস্থ মানুষ
থাকবে সেদিন একদম নীরব।
সবুজ পৃথিবীটা ধূসর হবে
বাতাসও থাকবে বিষে ভরা,
বৃষ্টির পরশ পাবেনা মাটি
উষ্ণ পৃথিবীতে থাকবে খরা।
ফুলের বাগান ছাই হয়ে রবে
আসবে না সেথা ভ্রমর অলি,
মালীর জুড়িও থাকবে খালি
থাকবেনা সেথা ফুলের কলি।
ধ্বংসের দিকে ছুটছে সবাই
সৃষ্টির প্রতি কারো নেই দায়,
আমি আমরা একদিন সবাই
নিশ্চত হতে হবে খুব অসহায়।
রচনাকাল: ০১ অক্টোবর ২০২৫ ইং, ১২:০৬ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন