. বিক্ষিপ্ত সময়
. ।। রফিক উদ্দিন লস্কর ।।
বিষণ্ণ মনের কোণে একটুকরো কালো মেঘ
এক বিশাল আকাশের মতো,
বৃষ্টি নেই, ঝড় নেই, শুধু এপাশ ওপাশ ঘুরে
উপস্থিতি দেখে হৃদয় আহত।
একটা পাখি আকাশে উড়ে, গান গেয়ে যায়
কুলায়ে ফেরে সন্ধ্যাবেলায়,
সমস্ত দিনের ক্লান্তি, অবসাদ, একবুক ঘৃণা
রাত কাটে উজাগরি খেলায়।
নিকষ রাতের সাথে মিতালি, উদ্দীপ্ত সময়
চুপিচুপি অনেক বলে দেয়,
সমাজ, প্রতিবেশী, আপনপর, সময়সময়
বিক্ষিপ্ত চোখ ফিরিয়ে নেয়।
রচনাকাল: ০১ অক্টোবর ২০২৫ ইং, ২১:০৫ মি., সাহাবাদ-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন