বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

খোকন রাজা

খোকন রাজা
  রফিক উদ্দিন লস্কর 
খেলার ছলে  ছোট্ট খোকন
ভাবতো নিজেই রাজা,
সে পোকা মাকড় ধরে এনে
দিতো খুবই সাজা।

কেউ কখনো বললে কিছু
করতো খুবই রাগ,
নিজে নিজের গাল ফোলায়ে
করতো খেলা ত্যাগ।

ছোট্ট খোকার ভীষণ ছিলো 
মায়ের প্রতি ভক্তি,
রাজ্য শাসন করার বেলায়
পেতো অনেক শক্তি। 

একদিন মা খোকাকে বলেন 
বাপু! দম্ভ ভালো নয়,
জানো! এ জগতে অহংকারীর 
খুব শীঘ্র পতন হয়।

খোকা! রাজা হলে হতে হবে
আগে নম্র ভদ্র স্বভাব,
তুমি প্রজার দুঃখে দুঃখি হবে
বুঝবে তাদের অভাব। 

রচনাকাল: ১০ জুলাই ২০২৫ ইং, ১:২৮ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 



মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

একটি লাল গোলাপের দু'টি কলি

একটি লাল গোলাপের দু'টি কলি
              রফিক উদ্দিন লস্কর 
সদ্য প্রস্ফুটিত একটা লাল গোলাপ দিয়েছিলাম
ভোরে, সূর্যোদয়ের আগে তোমাকে মনের হর্ষে,
শীত ঋতু পাপড়িতে জমা ছিল  শিশিরের বিন্দু
সেদিন রোদ উঠেছিল আমাদের প্রথম স্পর্শে।

তুমি খিলখিলে হেসে লাজুক মুখে বলেছিলে,
এইবেলা  কি তবে আমাদের প্রেমের শুরু?
সেই গোলাপটা শুকিয়ে গেছে অনেক আগেই,
তবে স্মৃতির মুকুটে আজও বুক করে দুরুদুরু।

তুমি নেই, সেই সময়টাও নেই, সংসারের ভারে
গোলাপের শুকনো পাপড়ি, ব্যস্ত জীবনের কাজে,
তবে সেই গোলাপটা স্মৃতির অলিন্দে শোভা পায় 
একটি বুকমার্ক হয়ে আছে তা ডায়েরির ভাঁজে।

আজকাল ফুল কিনি না, ব্যস্তজীবনের মূল্য কতো!?
সংসারে ভালোবাসার সময় শুধু মূল্যটুকুন বুঝি,
ভালোবাসা কুড়িয়ে নিই সে শুকনো পাঁপড়ির ঘ্রাণে
তবে সেই লাল গোলাপে নীরবে দু'টি কলি খুঁজি।

রচনাকাল: ৮ জুলাই ২০২৫ ইং, কাটলিছড়া-হাইলাকান্দি। 

বুধবার, ২ জুলাই, ২০২৫

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ
        রফিক উদ্দিন লস্কর 
নেটওয়ার্কে রয় কতো যে মানুষ 
নিজের সাথে নেই  সংযোগ,
চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই
কৃত্রিম জগত করে উপভোগ। 

আমরা এখন প্লাস্টিকের মানুষ,
সিলিকনে মোড়া হৃদয়টা বেশ,
ফেইসবুকের ফিল্টারে স্বচ্ছ মুখ,
নকলের ভেতরে আসল শেষ।

চারপাশে শব্দ... কিন্তু নিঃসঙ্গতা
চোখে চশমা, কানে হেডফোন,
পাখির ডাকে এখন  ঘুম ভাঙেনা
সময়ের দাসত্বে অ্যালার্ম টোন।

সেলফির শহরে পাগল মানুষ 
ছবিতে হাসি, ক্যাপশনে সুখ,
ক্যামেরার ফিল্টার রঙ বদলায়
প্লাস্টিকের মানুষ বিষণ্ণ মুখ।

রচনাকাল: ০২ জুলাই ২০২৫ ইং, শিলচর আসাম।


মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাস্তবতার মাঝখানে

বাস্তবতার মাঝখানে
রফিক উদ্দিন লস্কর 

ভালোবাসা এখন
রিচার্জ প্ল্যানের মতো,
মেয়াদ ফুরোলেই শেষ
মেসেজ সিন হয়, রিপ্লাই হয় না।
আয়নার সামনে দাঁড়াই
চেনা যায় না নিজেকে,
নিজের ছায়া আজ
আর নিজের মতো নয়।
আমরা সবাই হাঁটি—
এক অদৃশ্য সিস্টেমের স্রোতে,
স্বপ্ন গিলে খায়
ইএমআই, ইনভয়েস আর টার্গেটের হিসেব।
তবু বাঁচি।
কেন?
হয়তো এই বাস্তবতার মধ্যেও
একটু গল্প, একটু গান, একটু আশা
আজও রয়ে গেছে,
চোখের পাতায় জমে থাকা ঘুমের নিচে।

রচনাকাল: ০১ জুলাই ২০২৫ইং, হাইলাকান্দি-আসাম।

মিথ্যার কুফল

মিথ্যার কুফল
রফিক উদ্দিন লস্কর 
একটি মিথ্যে বললে তুমি,
দশটা মিথ্যে পরে আসে,
মাথা ঘামে, মনটা কাঁপে,
ঘুমটাও যায় দূরে ভাসে।

সত্য কথা বলো রে ভাই,
তাতেই মেলে শান্তি,
মিথ্যে কথায় ভাঙে মন,
বাড়ায় শুধু ক্লান্তি।

রচনাকাল: ০১ জুলাই ২০২৫ইং, হাইলাকান্দি-আসাম।

সোমবার, ২ জুন, ২০২৫

বানবাসীর জীবন

বানবাসীর জীবন 
রফিক উদ্দিন লস্কর 

এই ক'দিনের অতিবৃষ্টি 
বন্যা দেখা দিলো,
গ্রামগঞ্জের সবার মুখের
হাসি কেড়ে নিলো।

রাস্তাঘাট আর বসতভিটা 
পানির নিচে ঠাঁই,
মানুষ কিংবা গবাদিপশুর 
যাওয়ার জায়গা নাই।

খাবার কিছু নেই ঘরেতে
বেহাল জনজীবন,
অবুঝ শিশুর তরে কাঁদে
মা জননীর মন।

বন্যা এসে ভাঙলো আমার
সকল মনের আশা,
ভাসিয়ে দিল সকল কিছু
এই বন্যা সর্বনাশা।

ভেসে যায় সব ফসলপাতি
ভাসছে ঘরবাড়ি,
চোখের জলে ভেসে ভেসে
এলাম গৃহ ছাড়ি।

রচনাকাল: ০২ জুন ২০২৫ ইং, ২১:৩৬মি. হোটেল বরাক-সাহাবাদ।


বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সেই শহরে

.                সেই শহরে 
.     ।।    রফিক উদ্দিন লস্কর   ।। 
একটি শহরের ব্যস্ততম এক গলিতে 
আমার ভাবনাগুলো পাতিকাকের মতো
রোজ সকালে বৃষ্টি কুয়াশা উপেক্ষা করে 
কা কা করে ডেকে শহর পরিক্রমা করে।
মাঝেমাঝে মানুষের আচরণে বিদ্ধ হয়ে 
তুচ্ছ তাচ্ছিল্যের ফুলঝুরি মাথায় পড়ে, 
শহর ছেড়ে দূর কোথাও যেতে ইচ্ছে করে, 
যেখানে ভালোবাসার মোড়কে খাবার মেলে।
একটু শান্তিতে থাকা যায় পরিবার পরিজনে
কিছু স্বস্তির শ্বাস আর শান্তি থাকে মনে।

রচনাকাল: ১৬এপ্রিল ২০২৫ইং, ২১:৪৩মি. (হোটেল বরাক-সাহাবাদ)

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...