. নির্বাক
রফিক উদ্দিন লস্কর
দুটি ফুলের কলি আজ
ছায়াহীন দাঁড়ায়,
রোদ-বৃষ্টি সবই নামে
তাদেরই মাথায়।
যে ডাল ছিল আশ্রয় ঘর
ভেঙে গেল হঠাৎ,
বুঝল না সে ছোট্ট দুটি
কার ছিল হাত!
পথের ধুলো, লোকের কথা
কাঁটার মতো বুকে,
শিশু চোখে প্রশ্ন জাগে
কথা নেই মুখে।
রচনাকাল: ২৪জানুয়ারি ২০২৬ ইং, ২২:৫৩মি. নিতাইনগর-হাইলাকান্দি।