শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নির্বাক

.       নির্বাক
 রফিক উদ্দিন লস্কর 
দুটি ফুলের কলি আজ
ছায়াহীন দাঁড়ায়,
রোদ-বৃষ্টি সবই নামে
তাদেরই মাথায়।

যে ডাল ছিল আশ্রয় ঘর
ভেঙে গেল হঠাৎ,
বুঝল না সে ছোট্ট দুটি
কার ছিল হাত!

পথের ধুলো, লোকের কথা
কাঁটার মতো বুকে,
শিশু চোখে প্রশ্ন জাগে
কথা নেই মুখে।

রচনাকাল: ২৪জানুয়ারি ২০২৬ ইং, ২২:৫৩মি. নিতাইনগর-হাইলাকান্দি। 

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

স্বপ্নটা সত্যি হোক


.   স্বপ্নটা সত্যি হোক
।। রফিক উদ্দিন লস্কর ।। 

আমার একটা স্বপ্ন আছে
শান্ত শহর গড়তে,
মন্দ লোকের মন্দ স্বভাব  
চায় শুধু লড়তে।

সভ্য জাতির বিজয় ধ্বজা 
এই জগতে চলবে,
তাই দেখে খারাপ লোক
অনেক কিছু বলবে।

হিংসা, নিন্দা করেন যারা
তাদের অনেক ধরবে,
নিজের কাজে নিজে রবে
অন্তর শুধু জ্বলবে।

ভালোমানুষ ভালো ভাবেন
নিজের সাথে পরের,
সুখের জন্য খুব প্রয়োজন 
শান্ত একটা ঘরের। 

রচনাকাল: ১৪ অক্টোবর ২০২৫ইং, ২২:৪৬মি. কাটলিছড়া-হাইলাকান্দি।। 





বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

পাখি

.          পাখি
। রফিক উদ্দিন লস্কর। 
কপোত পাখি মেলছে পাখা
ধরে রাখা দায়,
নীল আকাশে উড়ে উড়ে
দূরে চলে যায়।

স্বাধীন পাখি মুক্ত বেড়ি
হাসি ভরা মন,
পিছন ফিরে চেয়ে দেখে 
সুপ্ত সবুজ বন।

নীল গগনের সন্ধ্যাতারা 
ডাকে বাহু মেলে,
বুকের কাছে চলে আয়
সব কিছু ফেলে।

পাখি চলে স্মৃতি রেখে
মনিব কাঁদে জোরে,
ও পাখিরে শেষ ঠিকানা 
যাস্‌না বলে মোরে।
রচনাকাল: ০২ অক্টোবর ২০২৫ইং,২১:০৫ মি. হাইলাকান্দি-আসাম।



বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিক্ষিপ্ত সময়

.                   বিক্ষিপ্ত সময়
.    ।।       রফিক উদ্দিন লস্কর         ।। 

বিষণ্ণ মনের কোণে একটুকরো কালো মেঘ
এক বিশাল আকাশের মতো,
বৃষ্টি নেই, ঝড় নেই, শুধু এপাশ ওপাশ ঘুরে
উপস্থিতি দেখে হৃদয় আহত। 
একটা পাখি আকাশে উড়ে, গান গেয়ে যায়
কুলায়ে ফেরে সন্ধ্যাবেলায়,
সমস্ত দিনের ক্লান্তি, অবসাদ, একবুক ঘৃণা
রাত কাটে উজাগরি খেলায়।
নিকষ রাতের সাথে মিতালি, উদ্দীপ্ত সময়
চুপিচুপি অনেক বলে দেয়,
সমাজ, প্রতিবেশী, আপনপর, সময়সময়
বিক্ষিপ্ত চোখ ফিরিয়ে নেয়।

রচনাকাল: ০১ অক্টোবর ২০২৫ ইং, ২১:০৫ মি., সাহাবাদ-হাইলাকান্দি।

একদিন এমন হবে

.     একদিন এমন হবে
।।  রফিক উদ্দিন লস্কর  ।। 
একদিন সবকিছু বদলে যাবে
এই পৃথিবীরও নিজস্ব বরন,
পাখির ডাকে ভাঙবেনা ঘুম
হৃদয় থেকে হবে রক্তক্ষরণ।

মানুষ মানুষে থাকবেনা ভাব
লোভ হিংসায় থাকবে সব,
অমানুষের মাঝে সুস্থ মানুষ 
থাকবে সেদিন একদম নীরব। 

সবুজ পৃথিবীটা ধূসর হবে
বাতাসও থাকবে বিষে ভরা,
বৃষ্টির পরশ পাবেনা মাটি
উষ্ণ পৃথিবীতে থাকবে খরা।

ফুলের বাগান ছাই হয়ে রবে
আসবে না সেথা ভ্রমর অলি,
মালীর জুড়িও থাকবে খালি
থাকবেনা সেথা ফুলের কলি।

ধ্বংসের দিকে ছুটছে সবাই
সৃষ্টির প্রতি কারো নেই দায়,
আমি আমরা একদিন সবাই
নিশ্চত হতে হবে খুব অসহায়। 

রচনাকাল: ০১ অক্টোবর ২০২৫ ইং, ১২:০৬ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মনের কথা

                  মনের কথা
    ।।     রফিক উদ্দিন লস্কর    ।। 
নির্জন পথে একাকী হেঁটে হেঁটে যাই,
যেখানে মন ও নীরবতার বন্ধন পাই।
ভাবনার আড়ালে গোপন স্বপ্ন লুকায়,
আর নিঃশব্দ ভাষা হৃদয় খুঁজে পায়।
চোখের জল শুকায় রাতের অন্ধকারে,
আশার প্রদীপ জ্বলে নিঃশব্দের দ্বারে।
একাকী পথে হেঁটে যাই দূর নির্জনে,
অতীতের ছায়া তাই ডাকে প্রাণপণে।
অচেনা যন্ত্রণা হরহামেশা জড়ায় প্রাণ,
বুকের ভেতর বাজে নীরবতার গান।
সবাই দেখে শুধু বাহিরে হাসির রূপ,
ঘুরপাক খেয়ে আড়ালের ব্যথা নিশ্চুপ।
ভাবনার আড়ালে কতশত শূন্যতা রয়,
তবুও ব্যথাতে খুঁজে পাই জীবনের জয়।

রচনাকাল: ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং,১৯:৫৭মি. সাহাবাদ-হাইলাকান্দি।

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জন্মদিনে চাওয়া

জন্মদিনে চাওয়া
রফিক উদ্দিন লস্কর 
শুভ জন্মদিন, ওদের আজ শুভ জন্মদিন,
আমাদের জোড়া মানিক আবির ও তুহিন। 
তিন বছর পার করে, চার বছরে পদার্পণ,
ওরা বাবা মায়ের ছায়া সাথী আছে সর্বক্ষণ। 
ফুলের মতো নরম মনে খুশির হাওয়া বয়,
স্নেহের পরশ পেতে ওরা প্রতীক্ষাতে রয়।
খোদার কাছে সবসময় ওদের ভালো চাই,
সৎ পথে জীবনের হোক ধরার মাঝে ঠাঁই। 
ওদের হাসি ঘরের বাতি তিন বছর ধরে,
দুই ভাইয়ের চলাফেরা দেখি হৃদয় ভরে।
দুইদিনের এই দুনিয়াতে কোনো ভরসা নাই,
ওদের সুস্থসবল দীর্ঘায়ু খোদার কাছে চাই।

রচনাকাল: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং, ২৩:৩০ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।। 






নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...