সোমবার, ২৫ মার্চ, ২০২৪

এগিয়ে চলো

.              এগিয়ে চলো
.          রফিক উদ্দিন লস্কর 

দেখতে দেখতে আঠারো মাস হয়ে গেছে পার
আমার আবির,তুহিন বিধাতার সেরা উপহার। 
অবসাদের যবনিকা জমজ তনয় পেয়ে,
সব ব্যথা ভুলি ওদের মুখের পানে চেয়ে। 
চিন্তারাশি মাথার ভেতর ঘনিয়ে আসছে এখন, 
ওদের নৈতিকতায় মানুষ গড়া বড্ড প্রয়োজন। 
জানি, চলার পথে বাধাবিঘ্ন পদেপদে রবে,
ন্যায়ের বাণী মুখে নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রভুর কথা মাথায় রেখে যেনো চলে সকল কাজ,
যদি সত্যের পথে হেরেও যায় নেই তাতে লাজ।

রচনাকাল: ০৭ মার্চ,২২:৩২মি. কাটলিছড়া-হাইলাকান্দি।



কাসেম চাচা

        কাসেম চাচা
  রফিক উদ্দিন লস্কর 
কাসেম চাচা গ্রামে থাকেন 
সবার অতি আপন,
মাটির সাথে লড়াই করে
করেন জীবনযাপন।

সকাল হলে মাঠে চলেন 
ফসল করেন চাষ,
ধানের পরে শাক সবজি 
আছে বারোমাস। 

সহজ সরল মনের মানুষ 
ঝগড়া ফ্যাসাদ ছাড়া,
কাসেম চাচার পরিবারের 
সুনাম করে পাড়া।

ন্যায়ের পথের পথিক চাচা
কর্ম নিয়ে চলেন,
সুখ পায়রা পোষেন তিনি
প্রায় মানুষে বলেন। 

দুঃখি জনের পাশে থাকেন
বিপদ যদি আসে,
তাইতো তাকে পাড়াপড়শি 
খুবই ভালোবাসে।

মাটির সাথে মিশে আছেন 
মাটির মানুষ তিনি,
ধনী-গরিব অনেক লোক
তারই কাছে ঋণী। 

রচনাকাল: ২৫/০৩/২০২৪ ইং, ০০:২৮ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

জুকার দাদার বাজার

জুকার দাদার বাজার 
রফিক উদ্দিন লস্কর 

জুকার দাদায় বিশ্বজুড়ে 
দিচ্ছে খুলে বাজার,
এ বাজারে ক্রেতা এখন 
আছে হাজার হাজার।

দিবারাত্রি খোলা থাকে 
চলছে বাজার বেশ,
কতো রকম ব্যবসাপাতি 
তার কি আছে শেষ!

বন্ধুবান্ধব দেশ বিদেশের
জাতি ভাষাও ভিন্ন,
মনের কথা বলতে আছে
লিপির সাথে চিহ্ন।

নায়ক গায়ক কবি লেখক 
কিছুর অভাব নাই,
এই বাজারে বিনা পয়সায়
উকিল ডাক্তার পাই।

ভালোমন্দের সাক্ষী এখন 
ফেসবুকেরই পোস্ট,
এই বাজারে বস্তায় বস্তায়
 সস্তায় মিলে রোস্ট।

স্কুল কলেজে পা পড়েনি
ব্যস্ত বাজার নিয়ে,
ক্রিয়েটরেরও অভাব নাই
চলছে সারি দিয়ে। 

রচনাকাল: ২৫ ফেব্রুয়ারি, ১:০০মি, কাটলিছড়া- হাইলাকান্দি।

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মন পাখি

.                    মন পাখি 
.           রফিক উদ্দিন লস্কর 
আমার হৃদয়ের কুঠরে ছোট্ট একটা পাখি
যতন করে সবসময়ই কাছে তারে রাখি।
কখন জানি উড়ে যাবে মনের দরজা খুলে 
আদর স্নেহ ভালোবাসা সকল কিছু ভুলে।
ডানাকাটা পরীর মতো ঘুরছে পাশেপাশে 
ছুটে যাওয়ার পথ খুঁজে একা-একা হাসে।
নিজে রইলাম ব্যস্ত হয়ে সংসারেরই কাজে
রঙিন ঘুড়ি একা ওড়ে মেঘের ভাঁজেভাঁজে।
যে পাখিটা পোষ মানেনা মনের ঘরে থেকে,
তবুও আমি পাগলপারা তাকে ডেকেডেকে। 
আয়রে পাখি তোকে বলি মনের কিছু কথা
তুই হাসিমুখে আয়না কাছে ভেঙে নীরবতা। 
তোরই জন্য সাজিয়ে রাখছি দুগ্ধ-কলা ভাত,
ইচ্ছে মতো খেতে পারো সকাল কিংবা রাত। 
বোবাপাখি একলা বসে কাঁদছে যে দিনমান,
সাধ জেগেছে দেখবো গিয়ে কবর ও শ্মশান।

রচনাকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৪ইং,২৩:২৪ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 


শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

উন্নাসিক

.                উন্নাসিক 
.        রফিক উদ্দিন লস্কর 

দাবীদারহীন প্রতিচ্ছবি অশ্বত্থ স্কন্ধী 
ক্লান্ত বিমর্ষ পরিবেশে ধ্যানে বন্দী।
যুগান্তরের বিশাল বাহু নিত্য প্রহরী,
জনপদেও বিবর্জিত চৈতন্য লহরী।
চঞ্চল চঞ্চরীর আনাগোনা আনমনে
পরাভূতও সুর খোঁজে নির্জন বনে।
প্রতীতির সঙ্কটকাল বিভূঁইয়ে তরাস
এলোকেশী কামাক্ষীর কবোষ্ণ শ্বাস। 
অসময়ের ব্যতিক্রমী লয়হীন উপাঙ্গ,
অগোছালো জীবনে নির্মোহেও সাঙ্গ।

রচনাকাল: ১৭ফেব্রুয়ারি ২০২৪ইং,২১:০২মি. কাটলিছড়া-হাইলাকান্দি।


বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

কে ভালো কে মন্দ

.   কে ভালো কে মন্দ
.  রফিক উদ্দিন লস্কর 

পোশাক দেখে যায়না চেনা
কে ভালো কে মন্দ,
বুঝবে সেদিন ভালো করে 
লাগবে যখন দ্বন্দ্ব। 

আপন মানুষও বদলে যায় 
স্বার্থের দেখা পেলে, 
সম্পর্ক তো ঠুনকো কাচের
হাজার প্রমাণ মেলে। 

লোভের চাকু মুখের মাঝে
রসালো যার বুলি,
অহংকার আর স্বভাব দেখে
বুঝতে পারো ঢুলি।

রচনাকাল: ০৩জানুয়ারি ২০২৪ইং, ১৯:৩৪মি. হাইলাকান্দি- আসাম।







মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

অসম্ভবে সম্ভব

.             অসম্ভবে সম্ভব 
.         রফিক উদ্দিন লস্কর 

বারান্দার গ্রিল ধরে একটা পৃথিবী দেখা 
মাঝেমাঝে হুইলচেয়ারে একাকী বসে,
নিঃশব্দে ফুলে ফুলে প্রজাপতির ছুটাছুটি
সবুজ গালিচায় কতো ঘাসফড়িং চষে।  

একটা শান্ত পরিবেশ যা অসম্ভবে সম্ভব
বিবেক জাগ্রত হয় যেনো সুপ্ত বাসনায়,
সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নটা সাকার হোক
সকল কর্মের সাথে সাথে শুভকামনায়। 

চারদেয়ালের মাঝে নিশুতি কোনো রাতে
জোনাকিপোকার আলোয় ভর করে,
ঘোর অমানিশায় পথ চেয়ে জেগে থাকা 
কখন যে কেউ এসে হাতটাকে ধরে। 

রচনাকাল: ০২ জানুয়ারি ২০২৪ ইং, ২৩:৫০ মি., কাটলিছড়া-হাইলাকান্দি (আসাম)।

এগিয়ে চলো

.              এগিয়ে চলো .          রফিক উদ্দিন লস্কর  দেখতে দেখতে আঠারো মাস হয়ে গেছে পার আমার আবির,তুহিন বিধাতার সেরা উপহার।  অবসাদের যবনিক...