ইদ এসেছে
রফিক উদ্দিন লস্কর
(নিতাইনগর-হাইলাকান্দি-আসাম)
আবির তুহিন উঠছে জেগে
সকাল সকাল আজ,
গোসল করে আতর মেখে
গায়ে নতুন সাজ।
ইদে এসেছে ইদ এসেছে
বলছে তাদের ভাই,
ইদের দিনে খুশি বিনে
হিংসা নিন্দা নাই।
রমজান মাসে ধনী মানুষ
ফিতরা জাকাত দেয়,
যারা সর্বহারা গরীব মানুষ
এসব তারা নেয়।
ইদের দিনে কেউবা হাসে
কেউবা কেনো কাঁদে?
এসব দেখে তাদের মনে
খটকা খুব বাঁধে।
ইদ মোবারক ইদ মোবারক
জানাই সবার তরে,
ইদের খুশি যাক্ বয়ে যাক্
আমির দীনের ঘরে।
রচনাকাল- ২৮ মার্চ ২০২৫ ইং, রাত ৩:১১ মি.
(কাটলিছড়া-হাইলাকান্দি)